তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামের দুবাই প্রবাসি রহমান মিয়া স্ত্রী রোকসানা আক্তার (২৫) কে নিজ ঘরে জোরপূর্বক ভাবে ধর্ষণ করেছে একই গ্রামের রহমান মিয়া পুত্র মোঃ সোয়েব মিয়া (২৮) মামলার বিবরণে জানা গেছে, আমি একজন সহজ সরল গ্রামের মহিলা।
আমার স্বামী বিগত ১৪ মাস যাবত জীবিকার তাগিতে দুবাই দেশে বসবাস করছেন। বাড়িতে আমার ১ছেলে ও ১মেয়ে নিয়ে বসবাস করিয়া আসতেছি। মোঃ সোয়েব মিয়া অত্যান্ত খারাপ প্রকৃতির লোক। আমাদের বাড়ীর সামনে মোঃ সোয়েব মিয়া ১টি মুদি দোকান রয়েছে। মোঃ সোয়েব মিয়া প্রায় সময় আমাদের বাড়ীতে আসা যাওয়া করত।
গত ১০ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে আমার বাড়িতে আসিয়া আমার ইচ্ছা বিরুদ্ধে মোঃ সোয়েব মিয়া জোরপূর্বক ধর্ষণ করে। আমাকে প্রাণে হত্যার ভয়ভীতি প্রদর্শন করিয়া বলে যে, আমি যদি উক্ত বিষয়ে কাউকে কিছু বলি তাহলে আমার বাচ্চাদের হত্যা করে ফেলবে। মোঃ সোয়েব মিয়া আমাকে হত্যার ভয়ভীতি প্রদর্শন করিয়া একাধিক বার জোরপূর্বক ধর্ষণ করে। আমাকে জোরপূর্বক ধর্ষণের ফলে আমি ২মাসের গর্ভধারণ করে ফেলি।
গত ১৫ এপ্রিল আমাকে গর্ভনষ্ট করার জন্য ২টি ট্যাবলেট জোর করে খাইয়ে দেয়। ট্যাবলেট খাওয়ার ফলে গত ১৮ এপ্রিল সকাল ১০ঘঠিকার সময় হঠাৎ আমার রক্তক্ষরণ হইতে থাকিলে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার আমার অবস্থা আশংকা জনক দেখে কতব্যরত চিকিৎসক মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন। আমাকে গর্ভনষ্ট করার ট্যাবলেট খাওয়ানোর ফলে আমার ২মাসের গর্ভ নষ্ট হয়ে যায়।
গত ২৯ এপ্রিল কমলগঞ্জ থানা (মামলা নং১৯) নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
মোঃ সোয়েব মিয়ার বিরুদ্ধে রয়েছে আরো একাদিক মামলা সেই মামলা গুলোতে বর্তমানে জামিনে আছে সে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক আসামী মোঃ সোয়েব মিয়া’কে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে পুলিশি জোর অভিযান চলছে। অতি শীঘ্রই আসামিকে গ্রেপ্তারের আওতায় আনার জন্য তৎপর।