মঈন নাসের খাঁন, কুমিল্লা জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেতে চান চার দফা দাবিতে আন্দোলনরত ম্যাটস শিক্ষার্থীরা। তা না হলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তারা।
রোববার (১০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার হাউজিং এসেষ্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) ২৬ তম দিনের কর্মসূচি হিসেবে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের জেলা সমন্বয়ক প্রত্যুষ চক্রবর্তী, মো. জোবায়ের হোসেন, কেন্দ্রীয় সমন্বয়ক শাওন রায়, সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক শাওন ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধু প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় উচ্চ শিক্ষার কথা উল্লেখ থাকলেও স্বাধীনতার ৫০ বছরেও তা কার্যকর হয়নি। ৪ দফা দাবির বাস্তবায়ন না করায় ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য চূড়ান্ত পরীক্ষা বর্জন করার সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা ।
তারা আরো বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে কাপনের কাপড় পড়ে আমরণ অনশন কর্মসূচি গ্রহণ করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।