প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।
শুক্রবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহ আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন উপাচার্য।
সৌজন্য সাক্ষাৎকারে তিনি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না থাকায় নানা সংকটের কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। একই সঙ্গে অস্থায়ী অবকাঠামোমূলক সুযোগ সুবিধা তৈরি এবং কিছু সংস্কৃতিক-সামাজিক সংগঠনের চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংস্কৃতিক পরিবেশ করে দেওয়ার ক্ষেত্রে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি উল্লেখ করেন।
সাক্ষাতে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।