মহান বিজয় দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের আগে সরকারপ্রধানের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
বুধবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ৯টায় গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফরসহ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক নানা ইস্যুতে শ্রিংলা আলোচনা করেছেন বলে জানা গেছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষের আয়োজনে চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পর, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফরের বিষয়টিকে তাৎপর্যের সঙ্গে বিবেচনা করছে দুই দেশের সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়।
সফরের প্রস্তুতি সম্পর্কে দু’দেশের কর্মকর্তাদের অগ্রগতি নিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হর্ষ বর্ধন শ্রিংলা আলোচনা করেছেন বলে জানা গেছে।
দুই দিনের সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।