নিজস্ব প্রতিবেদকঃ ফ্লাইট বন্ধ থাকায় দেশে আটকে পড়েছেন সংযুক্ত আরব আমিরাতের অসংখ্য প্রবাসীরা। তারা নিজ নিজ কর্মস্থলে ফিরতে প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান এবং আন্তর্জাতিক বিমানবন্দরে অতি দ্রুত র্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা করার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
সোমবার (১৬ আগস্ট) প্রবাসী সামনে এ মানববন্ধন শেষে প্রধান মন্ত্রীর কার্যালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছেন দেশে আটকা পড়া আমিরাত প্রবাসীরা।
এসময় তারা বলেন, ‘আমিরাত সরকার ফ্লাইট চালুর ক্ষেত্রে প্রধান শর্ত দিয়েছিল আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্টের বুথ স্থাপন। তাই আমরা চাই বিমানবন্দরে দ্রুত পিসিআর টেস্টের বুথ স্থাপন করতে হবে।’
Drop your comments: