![InShot_20220721_144021909](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/07/InShot_20220721_144021909-scaled.jpg)
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর পেয়েছে সারা বাংলাদেশে আরও ২৬ হাজার ২ ‘শ ২৯ টি গৃহ ও ভূমিহীন পরিবার।
অদ্য বৃহষ্পতিবার (২১জুলাই) গণভবন থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি মাগুরা ও পঞ্চগড় জেলার সকল উপজেলাসহ ৫২টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষনা করেন।
এরই আলোকে মৌলভীবাজারের ৪ উপজেলায়ও আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘরের দলিল পেয়েছে ১ শত ৬০ টি পরিবার। বৃহষ্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শুরুতে এ উপলক্ষে প্রথম ধাপে আলোচনা অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রদর্শন করা হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ।
বক্তব্যে প্রধান অতিথি বলেন ভবিষ্যতে প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবেনা। মানুষের জীবনযাত্রা পাল্টে যাবে।দারিদ্র বিমোচন অগ্ৰনি ভূমিকা পালন করবে ও মানুষ স্বাবলম্বী হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. জাকারিয়া, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান,স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, পৌরসভার মেয়র ফজলুর রহমান প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, রাজনৈতিক, গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রাপ্ত পরিবারবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তরের পর পরই তার পক্ষে নির্বাচিত ভূমিহীনদের মাঝে জমির কবুলিয়তনামা ও ঘরের চাবি তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, জেলার ৪ উপজেলার ১ শত ৬০ টি পরিবারের মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় ১১৮টি,রাজনগরে ৭টি,বড়লেখায় ১০টি এবং জুড়ী উপজেলায় ২৫টি পরিবারের মাঝে চাবি হস্তান্তর করা রয়েছে।