বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত আসছে! মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান নভোচারী জোসেফ এম. আকাবা শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকায় আসছেন। এই সফরকে দেশের ইতিহাসে এক মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, প্রথমবারের মতো কোনো নাসার প্রধান নভোচারী বাংলাদেশ সফরে এসেছেন।
আকাবা তার সফরের অংশ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। মহাকাশ বিজ্ঞান, রোবোটিক্স এবং স্টেম শিক্ষার মতো বিষয়ে তিনি তরুণদের উৎসাহিত করবেন। তাদের মনে মহাকাশচারী হওয়ার স্বপ্ন জাগিয়ে তুলবেন।
আকাবা মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে প্রযুক্তির অগ্রগতি এবং বিশ্বের সামনে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে থাকা জলবায়ু সংকট মোকাবিলায় এর ভূমিকা নিয়ে আলোচনা করবেন। তিনি দেখাবেন কীভাবে মহাকাশ গবেষণা আমাদের পৃথিবীকে আরও ভালোভাবে বুঝতে এবং এর সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করতে পারে।
আকাবা আর্টেমিস অ্যাকর্ডসের মাধ্যমে বাংলাদেশ ও নাসার মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরবেন। এই চুক্তির মাধ্যমে মহাকাশে শান্তিপূর্ণ অভিযান চালানো এবং বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্য রাখা হয়েছে।
আকাবা একজন শিক্ষক, হাইড্রোজিওলজিস্ট এবং পিস কর্পসের প্রাক্তন স্বেচ্ছাসেবক। তিনি ২০০৪ সালে নাসার মহাকাশচারী প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন এবং ২০২৩ সালে নাসার নভোচারী কার্যালয়ের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি তিনটি মিশনে অংশ নিয়ে ৩০৬ দিনেরও বেশি সময় মহাকাশে কাটিয়েছেন।
এই সফর বাংলাদেশের তরুণদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াতে এবং দেশের মহাকাশ গবেষণা খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব