প্রথমবারের মতো প্রকাশ্যে এলো উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মেয়ে। ডেইলি মেইলের খবরে বলা হচ্ছে, তার নাম কিম জং আয়ে।
চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এমনটা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বলা হয়, উত্তর কোরিয়ার জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় একদল শিশু। সেখানে ৯ বছর বয়সী এক শিশুর গান ও নাচ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন কিম জং উন। এমনকি অনুষ্ঠান শেষে শিশুটির পিঠ চাপড়ে দেন কিমের স্ত্রী সোল।
আন্তর্জাতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণ, বাকি শিশুরা যখন কিম জং উনকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছিলো। সেসময় কিছুটা দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করে শিশুটি। তাছাড়া অন্যদের তুলনায় তার পোশাকেও ছিলো ভিন্নতা। অবশ্য এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পিইয়ংইয়ং।
Drop your comments: