![InShot_20220415_230238888](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/04/InShot_20220415_230238888-scaled.jpg)
গত ২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিনের এক আদেশের মাধ্যমে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। রাশিয়া যুদ্ধে ট্যাঙ্ক ও অন্যান্য অস্ত্র ব্যবহার করলেও এখনও বিমান ব্যবহার করেনি। তবে প্রথমবারের মতো শুক্রবার (১৫ এপ্রিল) দেশটি ইউক্রেনে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেক্সান্ডার মোতুজিয়ানিক বলেছেন, আক্রমণ শুরুর পর প্রথমবারের মতো রাশিয়া বন্দর শহর মারিউপোল আক্রমণ করতে দূরপাল্লার বোমারু বিমান ব্যবহার করেছে। বর্তমানে মারিউপোলের অবস্থা কঠিন। রুশ সেনারা ইউক্রেনের রুবিঝনে, পোপাসনা এবং মারিউপোল দখলে তার চূড়ান্ত শক্তি প্রয়োগ করছে বলেও দাবি করেন মোতুজিয়ানিক।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, ১৪ এপ্রিল দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টিইউ-৯৫/-১৬০ বোমারু বিমান দিয়ে ক্রুস মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের অভ্যন্তরে এ হামলা চালানো হয় রাশিয়ার ক্রাসনোডার ক্রাই অঞ্চল থেকে।
মোতুজিয়ানিক আরও জানিয়েছেন, মারিউপোলের সর্বত্র এখন যুদ্ধ হচ্ছে। দখলে না থাকা অঞ্চলগুলো দখলে জোর প্রচেষ্টা চালাচ্ছে রাশিয়া। বিশেষ করে মারিউপোলের ইলিচ স্টিল এবং আয়রন কারখানা এবং বন্দরে চলছে তীব্র লড়াই।