রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি চেয়ারপারসনকে খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছেন না সরকার বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনে এ কথা জানান।
নজরুল ইসলাম খান বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, এমন কিছু জটিলতা রয়েছে যার চিকিৎসা দেশে সম্ভব নয়। আইনে কোনো বাধা না থাকার পরও বিদেশ যেতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। পুলিশ দিয়ে যদি আন্দোলন দমানো যেত তাহালে স্বাধীনতা হতো না বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে বলেও জানান তিনি। আগামীতে শান্তিপূর্ণ গণআন্দোলন আরো বেগবান করার জন্য প্রস্তুতির আহ্বান জানান তিনি।
Drop your comments: