রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেছেন কুড়িগ্রাম-৪ আসনের কয়েকজন নেতাকর্মী। তবে এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন রৌমারী উপজেলা আওয়ামী লীগ।
শুক্রবার (২৪ নভেম্বর) সাড়ে ১১টায় এর প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছেন। উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হুরায়রা।
তিনি বলেন, গত ২২ নভেম্বর ১৬ জন মনোনয়ন সংগ্রহকারী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বরাবর যে অভিযোগ দিয়েছে তা অসত্য বানোয়াট ও ভিত্তিহীন। একটি কুচক্রী মহল যারা নির্বাচনের সময় আসলেই মনোনয়ন সংগ্রহ করে কিন্তু কুড়িগ্রাম-৪ আসনে স্থায়ীভাবে কয়েকজন ছাড়া কেউ বসবাস করেন না। চাকরি ও ব্যবসার সুবাদে বছরের পর বছর ঢাকা রংপুরসহ বিভিন্ন জায়গায় বসবাস করেন এবং আওয়ামী লীগের দলীয় নিয়মিত কর্মসূচি ও তৃণমূল নেতাকর্মীদের সাথে কোন প্রকার সম্পৃক্ততা নেই। সংবাদ সম্মেলনে আরও বলেন যে মহলটি অভিযোগ করেছে তাদের অনেকেই মিথ্যা দলীয় পরিচয ব্যবহার করে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
তিনি আরও বলেন, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এই কুড়িগ্রাম-৪ আসনে যতটা উন্নয়ন করেছেন অন্য সরকারের আমলে এত উন্নয়ন কেউ করতে পারেনি। ২০০৯ সালে এই আসনটি অন্য দলের থেকে নৌকা প্রতীক নিয়ে উদ্ধার করেন তিনি।
সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার আহসান বাবু মন্ডল, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, যুব লীগের সভাপতি হারুন অর রশিদ, রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাত্তার জিহাদী, রৌমারী উপজেলা মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।
1 thought on “প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল”
Comments are closed.