চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে (১৭) ধরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
অভিযুক্তর নাম মাহবুব হাসান রিতু। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কালিতলার মো. শরিফুল ইসলামের ছেলে ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় শারীরিক প্রতিবন্ধী মেয়েটিকে নানা প্রলোভন দেখিয়ে শ্রমিক লীগ নেতা মাহবুব হাসান রিতু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় বুধবার বিকেলে সদর মডেল থানায় ওই তরুণীর মা মামলা দায়ের করেন।
মামলার বাদী ওই তরুণীর মা জানান, মহানন্দা সেতু থেকে কৌশলে মাহবুব হাসান রিতু তার ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। পরে বাড়ি এসে মেয়েটি ঘটনা খুলে বললে পরদিন মামলা দায়ের করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা বলেন, শিবতলা গুলবাগ-বেলতলা জামে মসজিদের পাশের মো. সালাউদ্দিন ওরফে কচি মিয়ার বাসা ভাড়া নেওয়ার বিষয়টি মাহবুব হাসান রিতুর বাড়ির লোকজনও জানেন না। তাদের অভিযোগ, রিতু গোপনে বাসা ভাড়া নিয়ে সেখানে মাদক সেবন ও নারী নিয়ে আনন্দ-ফূর্তিসহ নানা রকম অপকর্ম করেন। তারা ধর্ষণের ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম আলমগীর জাহান বলেন, ধর্ষণ মামলায় শ্রমিক লীগ নেতা মাহবুব হাসান রিতুকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা পেলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।