পৌষ সংক্রান্তি ঘিরে শেরপুরে মাছের মেলা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুশিয়ারা নদীর পাড়ে পৌষ সংক্রান্তি উপলক্ষে বসেছে মাছের মেলা। বাহারি রকমের মাছ নিয়ে দূর-দূরান্ত থেকে মেলায় আসছেন বিক্রেতারা। এসব মাছ দেখে উল্লাসের শেষ নেই ক্রেতাদেরও। বেচাকেনায় হাঁক-ডাক, আর মাছ প্রদর্শনীর ব্যস্ততায় দুদিনের এ মেলা বেশ জমে ওঠেছে।

কনকনে ঠান্ডা আর শীত উপেক্ষা করে শনিবার (১৩ জানুয়ারি) রাতে কুশিয়ারার পাড়ে শুরু হওয়া এ মেলায় জড়ো হয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন হাওড় ছাড়াও দেশের নানা প্রান্ত এ মেলায় আসে বিশাল বিশাল আকৃতির মাছ।

রাতব্যাপী বড় আইড়, বোয়াল, রুই, কাতলা ও চিতলসহ নানা প্রজাতির রকমারি মাছ বেচা-কেনা হয় এ মেলায়।

শেরপুরের খলিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী বলেন, পৌষ সংক্রান্তি উপলক্ষে এ মেলা প্রায় দুশো বছরের পুরানো ঐতিহ্য। এক সময় মুনুর মুখ এলাকায় এ মেলা বসতো। প্রায় দেড়শ বছর আগে এটি চলে আসে কুশিয়ারা নদীর তীরে।

মেলা পরিষদের সিনিয়র সদস্য মো. আরিফ আলী জানান, বিগত বছরগুলোর তুলনায় এ বছর ব্যবসা বেশ ভালো। ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা এবার অনেক বেশি।

কুশিয়ারা নদী থেকে তোলা একাধিক বড় আকৃতির রুই, আইড় ও বাঘাইড় মাছ নিয়ে বসেছেন মৌলভীবাজারের ব্যবসায়ী মো. মহসিন মিয়া। তিনি সময় সংবাদকে জানান, তার নিয়ে আসা একটি বাঘাইড় মাছের দাম ৭০ হাজার টাকা পর্যন্ত ওঠেছে।

একইভাবে কথা হয় শেরপুরের মাছ ব্যবসায়ী তফুজ্জুল মিয়ার সাথে। তিনি জানান, এ বছর ছয় লাখ টাকার চিতল, রুই, কাতলা ও পাবদা মাছ এনে এ পর্যন্ত বিক্রি করেছেন দেড় লাখ টাকা।

সোমবার (১৫ জানুয়ারি) শেষ হবে এ মেলার আনুষ্ঠানিকতা। এ বছর এ মেলায় ১৫ কোটি টাকার মাছ বিক্রি হবে বলে ধারণা আয়োজকদের।

Facebook Comments Box
Share: