আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বিকেলে বিশাল এক শান্তি সমাবেশের আয়োজন করা হয়। এ শান্তি সমাবেশের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক ফরিদপুর-১আসনের সংসদ সদস্য আব্দুর রহমান।
আব্দুর রহমানের আগমণ উপলক্ষে আলফাডাঙ্গা পৌরসভার যুবলীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী মো.শামিম মোল্যাার নেতৃত্বে বিশাল বিশাল মিছিল শান্তি সমাবেশে যোগ দেন।
এ প্রসঙ্গে আলফাডাঙ্গা পৌরসভা যুবলীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী মো.শামিম মোল্যা বলেন, আমার পরিবার আওয়ামী পরিবার, ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতি শুরু করেছি। আলফাডাঙ্গা পৌরসভার যুবলীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী। আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকের মাঝে ধারণ করে তার কন্যা দেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কান্ডারী জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্তা রেখে পৌর যুবলীগের নেতৃত্ব দিতে চাই। আমাদের মাঝে বঙ্গবন্ধু নাই কিন্ত তারই কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে একটি উন্নয় রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছেন, পদ্ম সেতু হয়েছে বলেই আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ অল্প সময়ের মধ্যে রাজধানীতে যেতে পারছে। বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর মতো মহান নেতা এই দেশে আর জন্ম নেবে না। বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হতে পেরে আমি গর্বিত। সব থেকে গর্বিত আমার বাড়ি আলফাডাঙ্গাতে আমাদের প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সকলের সামনে বলেন আমার আলফাডাঙ্গা।