পোল্যান্ডের রাজধানী ওয়ারশের কাছে বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আদাম নিজেলস্কি। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে একটি বিমানক্ষেত্রের হ্যাঙ্গারের ওপর ছোট বিমানটি আছড়ে পড়ে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পোল্যান্ড ফায়ার সার্ভিসের মুখপাত্র মোনিকা নোয়াকোয়াস্কা ব্রিন্দা বলেছেন, “বিমানটি বিধ্বস্ত হওয়ার ‘সম্ভাব্য কারণ’ আবহাওয়া। ঘটনাস্থলে চারটি হেলিকপ্টার ও ১০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।”
ঘটনাস্থলটি ওয়ারশ থেকে ২৯ মাইল দূরে। পোল্যান্ডের গণমাধ্যম বিধ্বস্ত বিমানটিকে সেসনা ২০৮ বলে শনাক্ত করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় পুলিশ কর্মকর্তা জোয়ানা উইলোচা জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে দুর্ঘটনা সম্পর্কে পুলিশকে জানানো হয়। বিমানটি যে হ্যাঙ্গারের ওপর বিধ্বস্ত হয়েছে, সেটির ভেতর ১৩ জন মানুষ ছিলেন।
বৈরি আবহাওয়া থেকে বাঁচতে কয়েকজন হ্যাঙ্গারটির ভেতর আশ্রয় নিয়েছিলেন; আর ওই সময় বিমানটি তাদের ওপর আছড়ে পড়ে। এতে প্রাণহানির ঘটনা ঘটে।