বাগেরহাট প্রতিনিধিঃ পূর্নিমার তিথির প্রভাবে জোয়ারের পানিতে দিনে এবং রাতে দুইবার ডুবছে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহর। পৌর বাজার এবং উপজেলার ৬টি ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হয় দুইবার। এতে ব্যাহত হচ্ছে ব্যবসা- বাণিজ্য, দাফতরিক কার্যক্রম। স্থবির হয়ে গেছে স্বাভাবিক চলাচল।
অস্বাভবিক জোয়ারের পানিতে পানগুছি নদীর পশ্চিম পাড়ের ৬টি ইউনিয়নের ১০টি গ্রাম সোমবার (১৪ জুলাই) ডুবে যায়। ভেসে যায় শত শত পুকুরের মাছ। পৌর বাজারে জমে যায় হাঁটু পানি। পানিবন্ধি হয়ে পড়ে বারইখালী, সরালিয়া গ্রামের অনেক পরিবার।
এদিকে কালাচাঁন দরগাহ এলাকার বারইখালী ১নং ওয়ার্ড প্লাবিত হয়। তলিয়ে যায় বারইখালী আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশের এলাকার শত শত বাড়ি।সরেজমিনের ঘুরে দেখা যায়, খলিফা পট্টি, ফলপট্রি,পাদুকা পট্টি, মেইন রোড, কলেজ রোড, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, কুঠি বাড়ি এলাকাজোয়ারের পানিতে প্লাবিত হয়। স্কুল ছুটির পর প্রাথমিক ও একাডেমির শিক্ষার্থীদের হাঁটু পানি ভেঙে প্রায় এক কিলোমিটার পথ পারি দিয়ে বাড়ি ফিরতে হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী বলেন, জোয়ার ভাটার এলাকায় ফসলি জমির কোনো ক্ষতির সম্ভাবনা নেই। জলাবদ্ধতা স্থায়ী হলে ক্ষতির সম্ভাবনা থাকে। এসব এলাকায় জলাবদ্ধতা স্থায়ী নয়, তাই ক্ষতির সম্ভাবনা নেই।