রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনে পুলিশের রেকার গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মাহতাব আহমেদ তাসিন রাজধানীর একটি স্কুলে দশম শ্রেণিতে পড়তেন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে স্টেডিয়ামের তিন নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাসিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেডিয়ামের গেটের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পুলিশের রেকার গাড়ি চাপা দেয় তাকে।
তাসিনের বন্ধুরা জানান, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের কেরাণীগঞ্জ শাখার দশম শ্রেণির ছাত্র তাসিন। আজ রাতে বন্ধুরা মিলে কয়েকটি মোটরসাইকেলে শহীদ মিনার এলাকায় ঘোরার পরিকল্পনা ছিল তাদের।
তাদের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মনদগাও গ্রামে। তার পরিবার বর্তমানে ওয়ারী বলদা গার্ডেনের সামনে একটি বাসায় ভাড়া থাকে। পল্টন থানা পুলিশ দুর্ঘটনার তদন্ত করছে।