পুলিশের গোয়েন্দা অফিসকে ভাতের হোটেল বলে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (৯ আগস্ট) রাজধানীর নয়া পল্টনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বিক্ষোভ সমাবেশে বিএনপির এ নেতা বলেন, আজকে গোয়েন্দা কর্মকর্তা বলছেন, মানুষ নাকি অভিযোগ নিয়ে যায়, তার নিরাপত্তার জন্য সেখানে নেয়া হয়। আমরা তো জানি, গোয়েন্দা দপ্তরে বিরোধী দলের নেতা-কর্মীদের জন্য একটি আতঙ্ক ঘর, আয়না ঘর সেখানে আছে।
তিনি আরও বলেন, আর এখন কী হয়েছে জানেন? এখন গোয়েন্দা দফতর হয়েছে ভাতের হোটেল।
Drop your comments: