খুলনায় রূপসা সেতুতে পুলিশসহ দায়িত্বরতদের মারধর-লাঞ্ছনার ঘটনায় শ্রমিক লীগ নেতার স্ত্রীকে গ্রেফতার দেখানো হয়েছে।
সকালে ফাতেমা আক্তার বিউটির নামে দুটি মামলা করা হয়। একটি মামলা করেছেন রূপসা সেতু ক্যাম্পের পুলিশের নায়েক রাজিব হোসেন। অপর মামলাটি করেছেন এলজিইডির প্রকৌশলী মশিউর রহমান। দুটি মামলায় প্রধান আসামি করা হয়েছে রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুল ইসলামের স্ত্রী বিউটিকে। এছাড়াও চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
শুক্রবার দুপুরে ফাতেমা আকতার বিউটি সেতুর টোল না দিয়ে সিরিয়াল ভেঙে গাড়ি নিয়ে আগে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এসময় সিকিউরিটি গার্ড গাড়ি থামাতে বললে বিউটি ও তার সাথে থাকা লোকজন গাড়ি থেকে নেমে দায়িত্বরদের সাথে অশোভন আচরণ ও পুলিশের নায়েক রাজিবকে মারধর করেন। এ ঘটনায় রাতেই বিউটিকে আটক করে পুলিশ।