পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনাকে শুধু আমরাই সম্মান দিই না। পুরো বিশ্ব শেখ হাসিনাকে সম্মান করে। বিশ্বে শেখ হাসিনার একটা আলাদা অবস্থান ও গ্রহণযোগ্যতা আছে।
সোমবার (২৯ মার্চ) বিকালে জাতীয় প্রেস ক্লাবে কবি, সাংবাদিক রাজু আলীম রচিত শেখ হাসিনা সরকার’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে বিশ্বের ৫ জন সরকার ও রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেছেন। তারা এ দেশকে সম্মানিত করেছেন। ৬৫ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান আসতে পারেননি কোভিডের কারণে। তবে তারা বার্তা পাঠিয়েছেন।’
মোমেন বলেন, ‘শেখ হাসিনাকে শুধু আমরাই সম্মান দিই না। পুরো বিশ্ব শেখ হাসিনাকে সম্মান করে। বিশ্বের সব রাষ্ট্রনায়কের তুলনায় শেখ হাসিনার উৎসর্গ সবচেয়ে বেশি। এ জন্যে শেখ হাসিনার একটা আলাদা অবস্থান ও গ্রহণযোগ্যতা আছে। বর্তমানে তার নেতৃত্ব সর্বোচ্চ পরিপক্বতার অবস্থানে আছে। বঙ্গবন্ধু একটি দেশ দিয়েছেন। আর সেই দেশে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে নিয়েছেন তারই সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। তিনি না হলে দেশের এত উন্নয়ন, অর্থনৈতিক মুক্তি কিছুতেই সম্ভব হতো না। বাংলাদেশ এখন একটি সম্ভাবনার ভূমি।’
তিনি বলেন, ‘তার বহুমাত্রিক জীবন দুই মলাটের ভেতর স্বল্প পরিসরে লিখে প্রকাশ করা সম্ভব না। দেশ গড়ার বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় সাফল্য সবকিছু এখনও প্রকাশিত হয়নি। শেখ হাসিনার নামে কোনও বদনাম নেই। শেখ হাসিনা যেটা হাতে নেন, সেটাই সফল হন। তিনি বাপের বেটি।’
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনসহ অনেকে।