রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এবার যুদ্ধ থামাতে বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
সোমবার ইউক্রেন পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে ফোনালাপের সময় এরদোগান এ আহ্বান জানান। খবর আনাদোলুর।
এ সময় দুই নেতার মধ্যে ইউক্রেন থেকে শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরে নিরাপদ করিডোর তৈরি এবং সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মঙ্গলবার এসব কথা জানায়। এতে বলা হয়, এরদোগান জাতিসংঘের পরামর্শ অনুসারে ইউক্রেন থেকে শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরে দ্রুত নিরাপদ করিডোর তৈরির তাগিদ দেন।
এ ছাড়া ইউক্রেনে দ্রুত সামরিক অভিযান বন্ধ করতে পুতিনকে অনুরোধ করেছেন এরদোগান।
উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেন— দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক তুরস্কের। এ জন্য প্রথম থেকেই বিবদমান দেশ দুটির মধ্যকার এ যুদ্ধ থামানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এরদোগান।
এ ব্যাপারে তুরস্ক মধ্যস্থতা করার জন্য একাধিকবার প্রস্তাব দিয়েছে দেশ দুটিকে।