নাটোরের গুরুদাসপুরে একটি ৩ বিঘার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, নওপাড়া গ্রামের মৃত লালু প্রামাণিকের ছেলে মুকুল হোসেন তার নিজস্ব ৩ বিঘার পুকুরে প্রায় ১ লক্ষ টাকা ব্যয়ে বড় পোনা রুই, কাতলা, সিলভার, ব্রিগেট, টেংরা, কালবাউশ এবং দেশি পুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছিলেন। মাছগুলো কিছুদিন পরেই তিনি বিক্রি করতেন। গতকাল গভীর রাতে কে বা কারা শত্রুতাবসত পুকুরে বিষ প্রয়োগ করে চলে যায়। ফলে সকালে সব মাছ মরে ভেসে ওঠে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Drop your comments: