অনলাইন ডেস্কঃ অনেক প্রবাসী ভাই বোন পাসপোর্ট বা পাসপোর্টের মেয়াদ নিয়ে সচেতন থাকেন না। অথচ এই পাসপোর্ট ছাড়া তার বিদেশযাত্রা কিংবা বিদেশে অবস্থান করা কঠিন। পাসপোর্টবিহীন কোন দেশে অবস্থান করলে আইনগত জটিলতাসহ শাস্তির মুখোমুখিও হতে হয়।
৪ থেকে ৬ মাসের লম্বা ছুটি নিয়ে দেশে আসলেও পাসপোর্টের মেয়াদ বাড়ানো নিয়ে কোন চিন্তা নেই। বিদেশ যাওয়ার সময় মনে পড়ে মেয়াদ তো শেষ। তাই দেশে আসলে আগে পাসপোর্ট নবায়ন করুন । যদি কম সময়ের ছুটিতে আসেন, তবে ছুটিতে আসার আগেই দূতাবাসের মাধ্যমে পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে নিন।
৩০ মে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশ যেতে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকার কথা বলা হয়। আরও বলা হয়, যেসব বাংলাদেশি কর্মীর পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম রয়েছে তাদের দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট নবায়ন করতে।
তবে করোনা পরিস্থিতিতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কার্যক্রম সীমিত/বন্ধ থাকায় অনেকের বিদেশ যাত্রায় জটিলতা সৃষ্টি হয়। এ কারণে যাদের বৈধ ভিসা আছে, ছুটিতে এসেছেন তারা পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম থাকলেও বিদেশ যেতে পারবেন।
উৎসঃ বাংলা এভিয়েশন ফেসবুক পেজ