নাটোরের লালপুরে বাবার হাসুয়ার আঘাতে নিহত হয়েছে ছেলে আব্দুল হাকিম (৪২)। পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে লালপুর উপজেলার বড়ময়না গ্রামের আজিজুর রহমান খলিফার সাথে তার স্ত্রীর পারিবারিক বিষয়ে ঝগড়া হয়।
এ সময় তাদের বড় ছেলে আব্দুল হাকিম মায়ের পক্ষ নিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করলে বাবা আজিজুর রহমান ক্ষুদ্ধ হয়ে ছেলে আব্দুল হাকিমের গলায় হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘাতক বাবাকে ধরতে গ্রামবাসীর সহায়তায় অভিযান চালনো হচ্ছে বলে জানান লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান।
Drop your comments: