কুয়েতে আটক লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তার স্ত্রী, এমপি সেলিনা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।
বুধবার সকাল সাড়ে দশটায় দুজনেই রাজধানীর সেগুবাগিচায় দুদক কার্যালয়ে যান। সেখানে দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দীন তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে পাপুলের স্ত্রী দাবি করেন, কুয়েতে অবস্থানরত বিদেশি শ্রমিকদের তাড়ানোর ষড়যন্ত্র হিসেবেই তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ২২ জুন অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাপুল এবং তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকার দেশি-বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা সব হিসাব স্থগিত করতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় দুদক। তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেয়া হয়।