লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকাণ্ডে জড়িত রয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের আরও একজন এমপি।
ওই এমপির স্ত্রীও সংরক্ষিত নারী আসনের এমপি। কুয়েতের প্রভাবশালী পত্রিকা আল-কাবাস এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।
কাবাসের মতে, কুয়েতে তিন সদস্যের একটি চক্র (র্যাকেট) গড়ে উঠেছে। এর অন্য সদস্যদের মধ্যে রয়েছেন দ্বিতীয় ওই এমপি। কিন্তু তিনি কে? সে তথ্য প্রকাশ করা হয়নি।
ফলে কে এই এমপি তা নিয়ে চলছে আলোচনা। একই সঙ্গে আল-কাবাসের রিপোর্ট অনুযায়ী, পাপুলকাণ্ডে ফেঁসে গেছেন কুয়েত পার্লামেন্টের দু’জন এমপি। তাদের বিরুদ্ধে অর্থ এবং মানবপাচারে এমপি শহিদকে আশ্রয়-প্রশ্রয় দেয়ার তদন্ত হচ্ছে।
অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত হয়েছেন তারাও। প্রসিকিউশনের তদন্তে এসব তথ্য বেরিয়ে এসেছে।.তবে কুয়েতের অভিযুক্ত ওই দুই এমপির নামও প্রকাশ করা হয়নি। আল-কাবাস পত্রিকাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ।
এদিকে মানব ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগে কুয়েতে আটক এমপি পাপুলকে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের পরিচালক পদে থেকে বাদ দেয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ও এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান পদ থেকেও বাদ পড়েছেন তিনি। প্রবাসীদের উদ্যোগে গঠিত এ ব্যাংকটির পরিচালনা পর্ষদের শনিবারের সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।