আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পানাইল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের রিক্তা (২০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর ২ আগষ্ট অনাকাঙ্ক্ষিতভাবে গর্ভধারণ করে একটি কন্যা সন্তান জম্ম দিয়েছেন।
উল্লেখ্য, এ পরিবারে বাবা, মা, ভাই ও রিক্তা সকলেই মানসিক ভারসাম্যহীন। মা অনেক আগেই বাড়ি থেকে চলে গিয়েছে। একমাত্র ফুফুর আশ্রয়ে তারা রয়েছে।
সোমবার ৭ আগষ্ট সন্ধ্যা ৬:৩০ টার সময় ফরিদপুর জেলাপ্রশাসকের নির্দেশমতে,মা এবং নবজাতক সন্তানের খোঁজ খবর নিতে তাদের বাড়িতে যান উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক, সহকারী কমিশনার ভূমি রজত বিশ্বাস, আলফাডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ আবু তাহের, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের ডাক্তার ও সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।
এ সময় আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ কেজি চাউল, ফলমূল, সদ্যনতজাতক সন্তানের জন্য নতুন পোশাক উপহার হিসেবে প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।
মা ও মেয়ে অসুস্থ থাকায় তাদের সুচিকিৎসার জন্য আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের সাংবাদিকদের জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায় নাই,তবে থানা পুলিশ এটাকে ক্ষতিয়ে দেখছে।