পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করা হচ্ছে রমিজ রাজাকে। তার জায়গায় নতুন প্রেসিডেন্ট আসছেন নাজাম শেঠী। এমনটাই খবর দিচ্ছে দেশটির গণমাধ্যম।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিলো সরে যেতে হতে পারে রমিজ রাজাকে। ইমরান খানের সময় নিয়োগ পাওয়া রমিজের ভবিষ্যৎ শঙ্কায় পরে মূলত সরকার বদলের সাথে। এরপর জিম্বাবুয়ের কাছে হারের পর খবরই রটে- যাচ্ছেন তিনি।
কিন্তু টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের ফাইনাল নিশ্চিত করায় সে দফায় বেঁচে যান তিনি। কিন্তু ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জার পর শেষ রক্ষা হচ্ছে না তার। পাকিস্তানের গনমাধ্যম বলছে পিসিবির চেয়ারম্যান হিসেবে নাজাম শেঠীর নিয়োগ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আর বরখাস্ত করা হচ্ছে রমিজ রাজাকে।
Drop your comments: