বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন পাকিস্তান বিমান বাহিনীর দুই পাইলট। দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশওয়ারের কাছে মঙ্গলবার বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এসময় বিমানে থাকা দুই পাইলট প্রাণ হারান। এ খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।
খবরে জানানো হয়, দুর্ঘটনার সময় পাইলটদের প্রশিক্ষণ চলছিল। এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে বিমান বাহিনী। এতে জানানো হয়েছে, ওই দুই পাইলট ও বিমান ছাড়া কোনো ক্ষয় ক্ষতি হয়নি। ঘটনার তদন্ত করতে একটি বোর্ড গঠন করা হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর দ্রুততার সঙ্গে সেখানে অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর গাড়ি পৌছে। তবে পাইলটরা ঘটনাস্থলেই প্রাণ হারান।
পাকিস্তান বিমান বাহিনীতে প্রায়ই এ ধরণের দুর্ঘটনা ঘটে। গত বছরের সেপ্টেম্বরেও একই ধরণের বিমান দুর্ঘটনার স্বীকার হয়েছিল পাক বিমান বাহিনী। প্রশিক্ষণ চলাকালীন মারদান অঞ্চলে আছড়ে পড়ে ওই বিমানটি। ৬ই আগস্ট আরেকটি পাকিস্তানি যুদ্ধবিমান পাঞ্জাব প্রদেশের আট্টোক জেলায় বিধ্বস্ত হয়েছিল।