![InShot_20220719_132649556](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/07/InShot_20220719_132649556-scaled.jpg)
পাকিস্তানে এক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ নারী নিহত হয়েছেন। দেশটির পাঞ্জাব ও সিন্ধু প্রদেশকে আলাদা করা একটি নদীতে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার নৌকায় করে বরযাত্রী যাচ্ছিলেন তারা। কিন্তু মাঝপথেই ডুবে যায় নৌকাটি।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ওই নৌকায় প্রায় ১০০ মানুষ ছিলেন। তাদের বেশিরভাগই প্রাণে বাঁচলেও নিখোঁজ রয়েছেন কেউ কেউ। তাদেরকে খুঁজতে অভিযান চলছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ‘রহিম ইয়ার খান’ এলাকা থেকে আনুমানিক ৬৫ কিলোমিটার দূরে মাচকা এলাকায় ১০০ জন লোক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। তখন এই দুর্ঘটনা ঘটে।
রহিম ইয়ার খান জেলা প্রশাসক সৈয়দ মুসা রেজা গণমাধ্যমকে জানান, বিশেষজ্ঞ সাঁতারু, পাঁচটি অ্যাম্বুলেন্স এবং একটি ওয়াটার রেসকিউ ভ্যানসহ প্রায় ৩০ জন উদ্ধারকর্মী উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন। তিনি বলেন, আমরা বাকি যাত্রীদের সন্ধান করার সময় ১৯টি মরদেহ উদ্ধার করেছি। মৃতদের সকলেই নারী।
তাদের নদী থেকে টেনে তোলা হয়েছে। ধারণা করা হচ্ছে, গাদাগাদি করে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নেয়া এবং স্রোতের কারণে নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাই নিহতের সংখ্যা বাড়তে পারে। এ ঘটনায় শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।