পাকিস্তানে গত কয়েকদিন ধরে করোনার সংক্রমণ বাড়ছে। বৈশ্বিক এই মহামারি প্রতিরোধে যথেষ্ট ভ্যাকসিনও সংগ্রহ করতে পারেনি তারা। এর মধ্যেই দেশটির হাসপাতাল থেকে শত শত ডোজ ভ্যাকসিন ‘গায়েব’ হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।
পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুসারে, লাহোর সার্ভিস হাসপাতালে পাঠানো ৫৫০টি ডোজের কোনও হদিশ পাচ্ছে না কর্তৃপক্ষ।
শহরটির সরকারি মোজাং টিচিং হাসপাতালে মজুত আরও ৩৫০ ডোজ করোনা ভ্যাকসিন ‘নষ্ট’ হয়ে গেছে বলে জানিয়েছে জিও নিউজ।
লাহোর হাসপাতালের প্রধান অবশ্য দাবি করেছেন, ভ্যাকসিনগুলো হারিয়ে যায়নি। বরং হিসাবে গরমিলের কারণেই এই জটিলতা দেখা দিয়েছে।
Drop your comments: