পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি ও দেশটির রেলমন্ত্রী শেখ রসিদ আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ অতিক্রমের দিন এই দুই নেতার করোনায় আক্রান্তের খবর জানা গেলো। দেশটির সংবাদমাধ্যম ডন এখবর জানিয়েছে।
পিএমএল (নওয়াজ)-এর মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব বলেন, শাহিদ খাকান আব্বাসি করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এরপর থেকে নিজের বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
আব্বাসির সংস্পর্শে আসা পিএমএল (এন) নেতা আওরঙ্গজেব ও তারিক ফজলের করোনা পরীক্ষা করা হয়েছে।
কিছুদিন আগে ভারতে পারমাণবিক বোমা নিক্ষেপের হুঁশিয়ারি দিয়ে শিরোনাম হওয়া পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রসিদ আহমেদও করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার রেল মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পরীক্ষা পর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।
পাকিস্তান সরকার লকডাউন শিথিলের পক্ষে অবস্থান নিলেও দেশটির ক্ষমতাসীন পিটিআই দলের সদস্য বেশ কয়েকজন রাজনীতিক করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় প্রধানমন্ত্রী ইমরান খানেরও কয়েক দফা করোনা পরীক্ষা করা হয়েছে।
সরকারি তথ্য অনুসারে, পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। সোমবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৬৩৭। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ১০৮ জনের এবং সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৩৫৫ জন।
সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ইমরান খান বলেছেন, সরকার আশঙ্কা করছে জুলাইয়ের শেষ বা আগস্টে করোনাভাইরাসের সংক্রমণ চূড়ায় পৌঁছাবে।