পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বোমা হামলায় ৩০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫০ জন।
শুক্রবার (৪ মার্চ) জুমার নামাজের সময় এ বিস্ফোরণ হয়েছে বলে পাকিস্তান পুলিশ নিশ্চিত করেছে।
পাকিস্তানের পুলিশ অফিসার মো. সাজ্জাদ খান আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বলেন, আমরা একটি জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। অনেকেই হতাহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে এটি একটি আত্মঘাতী হামলা। আমরা এ বিষয়ে তদন্ত করছি।
পেশওয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মো. আসিম খান হতাহতের বিষয়ে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আশেপাশের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানান আসিম খান। পাকিস্তানের কুচা রিসালদার শিয়া মসজিদে এই হামলার ঘটনা চালান হয়।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে আইএস কিংবা তালেবানের কেউ এই হামলা চালাতে পারে।
মূলত পেশওয়ার আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত একটি শহর। এর আগেও তালেবান কর্তৃক শহরটির বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছিল।
হামলার সময়ে একজন প্রত্যক্ষদর্শী শায়ান হায়দার জানান, ‘আমি মসজিদে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সহসা বোমা বিস্ফোরণে আমি মসজিদ প্রাঙ্গণ থেকে ছিটকে রাস্তায় পড়ে যাই। চোখ খোলার পরে চারদিকে কেবল ধোঁয়া ও বিক্ষিপ্তভাবে ছড়ানো মানুষের অচেতন দেহ দেখতে পাই।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। সুন্নী অধুষ্যিত পাকিস্তানে শিয়া সম্প্রদায়ের উপরে এ ধরনের হামলা পরিলক্ষিত হয়।