পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর সভাপতি শাহবাজ শরিফ। এরই মধ্যে তাকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে এ শুভেচ্ছা জানান তিনি। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ তথ্য নিশ্চিত করেছে।
টুইট বার্তায় মোদি লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য শাহবাজ শরিফকে শুভেচ্ছা। সন্ত্রাসমুক্ত অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে চায় ভারত, যাতে আমরা আমাদের দেশের উন্নতি সংক্রান্ত চ্যালেঞ্জের দিকে মনোনিবেশ করতে পারি এবং জনগণের ভালোর জন্য কাজ করতে পারি।
প্রসঙ্গত, সোমবার (১১ এপ্রিল) স্থানীয় সময় অনুযায়ী দুপুরে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দেয়। এরপর দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি শুরু হওয়ার আগে সংসদ ভবন থেকে পিটিআই’র সাংসদরা ওয়াক আউট করে। আর তাতে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে শাহবাজ শরিফের পথের সব কাঁটা দূর হয়ে যায়।
শাহবাজ শরিফের পাশাপাশি প্রধানমন্ত্রী পদের জন্য মনোয়ন জমা দিয়েছিলেন পিটিআই নেতা শাহ মেহমুদ কোরেশি। কিন্তু পিটিআই ভোটাভুটি বর্জন করায় একতরফাভাবে ১৭৪ আইনপ্রণেতার সমর্থন পান ৭০ বছর বয়সী শাহবাজ।