নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। টাইগ্রেসদের দেয়া ৭১ রানের ছোট্ট লক্ষ্য ৪৬ বল হাতে রেখেই টপকে যায় পাকিস্তান।
সিলেটে টস হেরে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিগার সুলতানার দল। দলীয় ৩ রানে টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। দিয়ানা বেগের পেসে কাটা পড়েন দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক। এরপর রোমানা আহমেদও দিয়ানা বেগের শিকার হয়ে ফেরেন। দলীয় ২৭ রানে সাজঘরে ফেরেন লতা মন্ডল। আসা-যাওয়ার মিছিলে থিতু হতে পারেননি অধিনায়ক নিগার সুলতানাও। ১৭ রান করে নিদা দারের স্পিনে কাটা পড়েন তিনি। মাঝে বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে। শেষ পর্যন্ত ৭০ রানে থামে বাংলাদেশের ইনিংস। সর্বোচ্চ ২৪ রান আসে সালমা খাতুনের ব্যাট থেকে।
জবাবে পাকিস্তানের সামনে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশের বোলাররা। সিদরা আমিনের ৩৫ বলে ৩৬ রানের ইনিংসে ৯ উইকেটের সহজ জয় পায় পাকিস্তান। ওপেনিং জুটিতে মুনিবা আলিকে নিয়ে ৪৯ রান যোগ করে ম্যাচের অনিশ্চয়তা অনেকটাই কাটিয়ে ফেলেন সিদরা। অবশ্য ব্যাটারদের ব্যর্থতায় বোলারদের জন্য লড়াইইয়ের পুঁজি ছিল অপ্রতুল। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি নেন সালমা খাতুন।