
তুরস্ক ভারতের সাম্প্রতিক সামরিক অভিযানকে আগ্রাসন হিসেবে অভিহিত করে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে ফোন করে একাত্মতা প্রকাশ করেছেন এবং ভারতের অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ‘তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফোন করে পাকিস্তানের প্রতি একাত্মতা পোষণ করেছেন। এ সময় তিনি বিনা উস্কানিতে ভারতের পাকিস্তানি সার্বভৌমত্ব লঙ্ঘন এবং বেসামরিক নাগরিকদের হত্যার নিন্দা জানিয়েছেন। একইসাথে তিনি অবনতিশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উপর উদ্বেগ প্রকাশ করেছেন।’
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, দেশটি ‘অপারেশন সিন্দুর’ চালিয়ে পাকিস্তানের নয়টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বিবৃতিতে আরো জানানো হয়, জম্মু ও কাশ্মিরের পেহেলগামে চালানো বর্বর উগ্রবাদী হামলার পর এই অভিযান পরিচালিত হয়েছে। এতে ২৫ জন ভারতীয় এবং এক নেপালি নাগরিক নিহত হয়।
অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ভারতীয় হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত এবং আরো ৪৬ জন আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, অভিযানের জবাবে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে একটি মিগ-২৯, একটি এসইউ-৩০ এবং তিনটি রাফালে বিমান।
এই ঘটনাগুলো দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।