নেত্রকোনার মদনে পাঁচ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভিকটিম শনিবার মদন থানায় মোশারফ হোসেনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে তাকে আটক করে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়।
অভিযুক্ত মোশারফ হোসেন ৮নং ফতেপুর ইউনিয়নের মৃত লুৎফর রহমানের ছেলে। তিনি ওই এলাকার গুচ্ছগ্রামের বাসিন্দা।
অভিযোগে জানা যায়, মোশারফ হোসেন পাওনা টাকা চাইতে গিয়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। লোকলজ্জায় বিষয়টি কাউকে জানাননি ওই নারী। পরে ধর্ষক মোশারফ নিজেই মানুষের কাছে বিষয়টি বলাবলি শুরু করলে বাধ্য হয়ে শনিবার বিকালে মোশারফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
ধর্ষণের শিকার নারীর স্বামী বলেন, এলাকাবাসী সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু কোনো সমাধান হয়নি। সে আরও মানুষের কাছে আমার স্ত্রীর কথা বলাবলি করছে। মোশারফ মাদকাসক্ত, দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত। সে আমাকে হুমকি দিচ্ছে।
অবশেষে শনিবার তার বিরুদ্ধে আমার স্ত্রী ধর্ষণ হওয়ার অভিযোগ দায়ের করেছে। আমি ন্যায়বিচার চাই।
অভিযুক্ত মোশারফ হোসেন বলেন, আমি তাকে জোরপূর্বক ধর্ষণ করিনি, আমার সঙ্গে আপসে পরকীয়ায় লিপ্ত হয়েছে।
এ ব্যাপারে ওসি ফেরদৌস আলম বলেন, ভিকটিম আজ একটি অভিযোগ দায়ের করেছেন। পরে শনিবার সন্ধ্যার দিকে তাকে গ্রেফতার করা হয়।এখন তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।