আজিজুর রহমান দুলালঃ করোনা ভাইরাস জনিত কারণে দেশের উদ্ভূত পরিস্থিতিতে পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক আলহাজ্ব অলিয়ার রহমান খাঁন এর নির্দেশনায় করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় পুলিশকর্মীদের ব্যক্তিগত সুরক্ষার জন্য গত ৩মে রোজ রবিবার সকাল ১১টায় আলফাডাঙ্গা থানার ওসি রেজাউল করিমের নিকট আলফাডাঙ্গা থানার সকল পুলিশ সদস্যদের দেওয়ার জন্য ৫০ সেট পিপিই তুলেদেন।
এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ এবং পল্লী প্রগতি সহায়ক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন,পল্লী প্রগতি সহায়ক সমিতির জয়েন্ট সেক্রেটারি এবং নাহার ফিলিং ষ্টেশনের মালিক মোঃ আতিকুর রহমান খান ও পল্লী প্রগতি সহায়ক সমিতির ক্রেডিট ম্যানেজার মোঃওয়াহিদুন নবী খান।
পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক আলহাজ্ব অলিয়ার রহমান খাঁনের এই মহতী কাজ করার জন্য আলফাডাঙ্গা থানার সকল পুলিশ সদস্য দোয়া করেন এবং তাকে ধন্যবাদ জানান।