বিয়ের বয়স মাত্র এক মাস ৪দিন। এখনো পুরোপুরি মুছে যায়নি হাতের মেহেদীর রঙ। তবে তার আগেই বিবাহিত জীবনের রঙ হারিয়ে ফেললেন জোহরা। পল্লী চিকিৎসক স্বামী নুর মোহাম্মদ টিপুকে তিন পাহাড়ি যুবক চিকিৎসার কথা বলে ডেকে নিয়ে যায়, শুক্রবার দুপুরে নগ্ন লাশ উদ্ধার হয়েছে তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এ ঘটনা ঘটে।
স্বামীর পরিবারে আর কোনও সদস্য না থাকায় আবারও বাবার বাড়ি ফিরে এসেছে জোহরা। মোবাইল ফোনে সেই ভয়ঙ্কর ঘটনার কথা বাংলা ট্রিবিউনকে জানান তিনি। কাঁদতে কাঁদতে জোহরা বলেন, পল্লী চিকিৎসক স্বামী নুর মোহাম্মদ মাটিরাঙা আলুটিলা এলাকার রহমান আলীর ছেলে। তার শ্বশুর-শাশুড়ি বেঁচে নেই, ননদ-দেবর-ভাসুরও নেই। তবে নুর মোহাম্মদ আগে আরেকটা বিয়ে করেছিলেন। সেই ঘরে তানিশা নামের ৫ বছরের একটি মেয়ে আছে। আগের বৌ শিল্পী আক্তার তাকে এক বছর আগে তালাক দিয়ে মেয়ে তানিশাকে নিয়ে তার বাবার বাড়ি মহালছড়ি উপজেলার কুমিল্লাটিলা এলাকায় বসবাস করছে। এরপর তার বিয়ে হয়েছে জুন মাসের ২১ তারিখে। আজ পর্যন্ত বিয়ের বয়স ১ মাস ৪দিন। গতকাল ২৪ জুলাই ভোর সাড়ে ৪ টার দিকে তিন জন পাহাড়ি যুবক এসে এক প্রসূতি রোগীর জরুরি চিকিৎসার কথা বলেন। টিপু যেতে অস্বীকৃতি জানালেও অনেক অনুরোধ করে তাকে নিয়ে যায়। কিন্তু, দীর্ঘ সময় শেষে সে ফিরে না আসায় মুঠোফোনে কল করলে ফোন বন্ধ পাওয়া যায়। পরে লোকজন চারদিকে খোঁজখবর নিতে থাকে। একপর্যায়ে শুক্রবার দুপুর ১টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় ব্রিজের নিছে তার নগ্ন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে খাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।
জোহরা কাঁদতে কাঁদতে বলেন কে বা কারা, কী উদ্দেশ্যে তাকে খুন করেছে বুঝতে পারছি না। এখনও হাতের মেহেনী মোছেনি, স্বামীকে ভালো করে বুঝতেও পারিনি, তার আগেই স্বামীহারা হতে হলো।
তিনি আরও জানান, গতকাল রাতে অজ্ঞাতনামা ৩ পাহাড়ি যুবকের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। এখন তার আশ্রয়স্থল আবার পুরানো ঠিকানা-বাপের বাড়ি।
জোহরার বাবা আবু তাহের জানান, তিনি পুলিশের অবসরপ্রাপ্ত কনস্টেবল। চার সন্তানের মধ্যে জোহরা তার ছোট মেয়ে। সবাই বলেছে নুর মোহাম্মদ ভালো ছেলে। এতিম ছেলে। মেয়ে বিয়ে দিয়েছি, কিন্তু এক মাসের মাথায় আমার মেয়ের জীবনটা আঁধার হয়ে গেলো।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দিন ভূইয়া জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নগ্ন অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। মরদেহের শরীরে, মাথায় আঘাতের চিহ্ণ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার হাত-পা টেপ দিয়ে বাঁধা রয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
এদিকে, পল্লী চিকিৎসক নুর মোহাম্মদ হত্যার প্রতিবাদে উত্তাল মাটিরাঙা এলাকাবাসী। গতকাল সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছে তারা এবং দ্রুত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
উৎসঃ বাংলা ট্রিবিউন