তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর মডেল থানা ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মশিউর রহমানের তত্ত্বাবধানে সদর মডেল থানার বিশেষ অভিযানিক দলের এসআই রতন কুমার হালদারসহ এক অভিযান পরিচালিত হয়। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল পৌনে ৪ টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে আসামি সৈয়দ শাহানুর রহমান শাহান নামে এক জনকে গ্রেপ্তার করতে সম্ভব হয়।
সদর উপজেলার মোস্তফাপুর এলাকার বাসিন্দা উবেদুর রহমানের ছেলে শাহানুর। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একটি মাদক মামলার সাজার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত জিআর-২৬৬/২০১৬(সদর) মামলায় ০১(এক) বছর তিনমাস এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত আসামি। এছাড়াও তাহার বিরুদ্ধে একটি হত্যা মামলা, একটি অস্ত্র মামলা ও মাদক মামলাসহ নয়টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে তৎক্ষণাৎ গ্রেপ্তারের পরপর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানায়।