নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়া থেকে স্ত্রীকে ফেরাতে না পেরে আত্মহত্যা করেছেন স্বামী ইমন (২০)। রোববার সন্ধ্যায় বন্দরের রুপালী আবাসিক এলাকায় ঘরের দরজা ভেঙ্গে ইমনের ঝুলন্ত লাশ উদ্ধার করে বন্দর থানা পুলিশ।
বন্দরের সালেহনগর মাজার সংলগ্ন এলাকার সফিক মিয়ার ছেলে আল আমিন এক সন্তানের জনক বলে জানা গেছে। এলাকাবাসী জানান, স্ত্রী আলোমনির পরকীয়া সম্পর্ক সইতে না পেরে ইমন ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় সূত্র জানায়, ৪ বছর আগে বন্দর কলোনি এলাকার আলমগীর মিয়ার মেয়ে আলোমনির সঙ্গে ইমনের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি সন্তান আসে। সন্তান জন্ম নেয়ার পর থেকে গৃহবধূ আলোমনি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি তার স্বামী ইমন আঁচ করতে পেরে স্ত্রীকে বাধা প্রদান করেন। বাধা প্রদানের পরও স্ত্রী আলোমনি পরকীয়া সম্পর্ক অব্যাহত রাখে। স্ত্রীকে ফিরাতে ব্যর্থ হয়ে ইমন আত্মহত্যা করেন।
এ ব্যাপারে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, এসআই শহিদুল বিষয়টি তদন্ত করছেন। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।