পদ্মা সেতু বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক। নিজস্ব অর্থায়নে করা এই সেতু দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা দেখিয়েছেন৷ এই সেতুর বাঙালি জাতির সাহসিকতা প্রকাশ পেয়েছে।
শনিবার (২৫) জুন শারজায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও শারজাহ সমিতির আয়োজনে বঙ্গবন্ধু হলে আলোচনা সভায় এসব কথা বলেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।
বাংলাদেশ সমিতির সারজার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও
কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সুলতান মাহমুদ। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী যথাক্রমে কনস্যুলেটের প্রথম সচিব কাজী ফয়সাল, দ্বিতীয় সচিব মোজাফফর হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, লেবার কাউন্সিলর ফাতেমা জাহান, বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি সিআইপি আইয়ুব আলী বাবুল, শারজা বাংলাদেশ সমিতির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গণী চৌধুরী, শারজা বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদ, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলী, মোহাম্মদ নওশের আলী, বাংলাদেশ সমিতি ফুজিরা সভাপতি তপন সরকার, নেছার রেজা খান, প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ করিমুল হক, মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।