পদ্মা নদীর ওপর নির্মিত সেতুর নাম ‘পদ্মা সেতু’ হবে। রোববার (২৯ মে) সেতু বিভাগের উন্নয়ন অধিশাখার জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, পদ্মা সেতু নামটি চূড়ান্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প’-এর আওতায় মুন্সীগঞ্জ জেলার মাওয়া এবং শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত সংযোগকারী পদ্মা নদীর ওপর নির্মিত সেতুটি সরকার ‘পদ্মা সেতু’ নামে নামকরণ করলেন।
রাষ্ট্রপতির নির্দেশে সেতু বিভাগের উপসচিব মো. আবুল হাসানের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
আগামী ২৫ জুন সকাল পদ্মা সেতু উদ্বোধনের কথা রয়েছে।
Drop your comments: