মোঃ রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি:
পদ্মা সেতু সবকটি স্প্যান বসায় স্থল বন্দর বেনাপোলে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগ।
শনিবার ১২ ডিসেম্বর বিকালে বেনাপোল ছোট আঁচড়া মোড়ে অবস্থিত পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।
আনন্দ মিছিলে স্বেচ্ছাসেবক লীগের কমিটির সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি আবুল হাশেম, যুগ্ম সাধারন সম্পাদক ফরহাদ হোসেন শাওন, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, অর্থ সম্পাদক মাসুদুর রহমান সুমন, দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন রাব্বি, প্রচার সম্পাদক মোঃ বাবু ও বেনাপোল পৌর সভার ৯টি ওয়ার্ডের সভাপতি/সাধারন সম্পাদক সহ সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বেনাপোল পৌর শাখার আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল শুরু করেন তারা। মিছিলটি বেনাপোল বাজারের গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বক্তারা।