৭০০ কোটি টাকার টোল আদায়ের মাইলফলক ছুয়েছে পদ্মা সেতু। গতকাল শুক্রবার (১২ মে) পর্যন্ত ৭০২ কোটি টাকার ওপরে টোল আদায় হয়েছে পদ্মা সেতুতে।
জানা গেছে, গত বছরের ২৫ জুন উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে শুরু হয়ে গতকাল ১২ মে পর্যন্ত পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা। সর্বমোট ১০ মাস ১৭ দিন বা ৩২১ দিনে এই টোল আদায় হয়েছে। পদ্মা সেতু সাইট কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।
আমিরুল হায়দার চৌধুরী বলেন, ‘পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হওয়ার পর থেকে মাওয়া এবং জাজিরা প্রান্তে ৪৯ লাখ ৪০ হাজার ৫০৭টি যানবাহন পারাপার হয়। যা থেকে আমরা ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার পাঁচশ টাকা আদায় করেছি।
Drop your comments: