বাগেরহাট প্রতিনিধিঃ পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথে মোংলা বন্দর ব্যবহারের চাহিদা ও গুরুত্ব বেড়ে যাবে বলে মন্তব্য করছেন নৌপরিবহন সচিব মোঃ মোস্তফা কামাল।
শনিবার (১১জুন) মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্প , স্থাপনাদি ও কার্যক্রম পরিদর্শনের সময় তিন এ কথা বলেন।সচিব বলেন , পদ্মা সেতুর সঙ্গে রেল লাইন চালু হতে যাচ্ছে, কাজেই মোংলা বন্দরের হ্যান্ডেলিং সক্ষমতাসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে।এ সময় মংলা বন্দরের কর্তৃপক্ষ নব নিযোক্ত নৌপরিবহন সচিবকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভার আয়োজন করে। বন্দর চেয়ারম্যানের সভাপত্বিতে এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য ( হারবার এন্ড মেরিন), সদস্য (প্রকৌশল ও উন্নয়ন), বন্দরের বিভাগিয় প্রধানগন, প্রকল্প পরিচালকগন ও অন্যান্য কর্মকর্তাগন।
Drop your comments: