মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকায় গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা (৬৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। তাক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার শাহ আলম আহমেদ জানান, পদ্মা সেতু উত্তর থানা থেকে ৭০০ গজ দূরে দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পদ্মা সেতু উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘দুপুর ১টার দিকে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা পথচারীর নিহতের খবর পাই। ধারণা করা হচ্ছে, ওই নারী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। এ সময় সেতুমুখী অজ্ঞাত কোনও গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। ফায়ার সার্ভিসের একটি টিম শ্রীনগর থেকে এসে লাশ উদ্ধার করে। বৃদ্ধার পরিচয় না পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে।’