![InShot_20220626_210137967](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/06/InShot_20220626_210137967-scaled.jpg)
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক মারা গেছেন। রোববার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। তবে আহত দুই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা মেডিক্যাল কলেজের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
Drop your comments: