মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১৩ নম্বর পিলারের কাছে গ্যাস সিলিন্ডার বোঝাই মিনি ট্রাক উল্টে দুজন নিহত ও ৩ জন আহত হয়েছে। আজ রোববার দিনগত রাত ১০টার দিকে দক্ষিণাঞ্চল থেকে আসা একটি মিনি ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত কাউসার (৩০) ও রাজু (৪০) শরিয়তপুর জেলার বাসিন্দা। আহত এক নারী, শিশু ও পিকআপ চালক। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুমন দেব জানান, এরূপ একটা ঘটনা শুনেছি। মাওয়া প্রান্তের ১৩ নম্বর পিলারের সামনে এ ঘটনা ঘটেছে। তবে কতজন মারা গেছে, তা এখনো জানতে পারিনি।
শ্রীনগর উপজেলার ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামান এনটিভিকে বলেন, পদ্মা সেতুতে দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় আনা হয়। তবে আহত অপর তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।