রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা পরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় পদ্মা নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে দৌলতদিয়া নৌ পুলিশকে সংবাদ দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবির জানান, বুধবার সন্ধ্যায় খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় এখনও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে নিহত ব্যক্তিকে ৮-১০ দিন আগে হত্যা করে নদীতে ফেলা হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Drop your comments: